সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

“অন্ধকারে আলোর মুখ দেখবে হাফছড়ি ইউনিয়নের ৮৫০ জনের পরিবার”

আপডেট:

আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি
অন্ধকারে আলোর মুখ দেখবে পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ২টি ওয়ার্ডে ৮৫০ টি পরিবার। এদের মাঝে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
২৭ মে শনিবার সকালে বড়পিলাক সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরির সভাপতিত্বে হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরির সঞ্চালনায়  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেমং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরি মারমা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা,উপজেলা আওয়ামী লীগ নেতা সুইমং মারমা, শেখ হাফিজুর রহমান, হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক কামার হোসেন,হাফছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ছানাউল্লাহসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা বলেন বর্তমান সরকার পাহাড়ের জনগনের প্রকৃত বন্ধু।  জনবান্ধব এ সরকার পাহাড়ের জনগনের জন্য নিবেদিত প্রান তাই আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় শেখ হাসিনাকে বসাতে সকলের প্রতি আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত