
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই উপজেলায় বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টা থেকে উক্ত বিজিবি সদস্যরা মহাসড়কে টহল শুরু করেছে। একই সঙ্গে টহল দিচ্ছে পুলিশও।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা নিরাপদ করতে রাত ৯টা থেকে দুই প্লাটুন মোতায়েন করা হয়েছে।
বিজিবি চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে হরতাল অবরোধকারীদের নাশকতা ঠেকাতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ওই টিম রাত ৯টা থেকে মহাসড়কে দায়িত্ব পালন করছে। তাদের টহল অব্যাহত থাকবে।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন জানান, রাতে বিজিবি ও পুলিশ যৌথভাবে টহল শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলায় এ দলটি সক্রিয় থাকবে।