শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

আপনার অধিকার কর্তব্য কোথায় শিখবেন

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

তাং ঃ ১২.১১.২০২৩

বিজ্ঞাপন

 

আপনার অধিকার কি, কর্তব্য কি, মানবতা মনুষ্যত্ব কি, ধর্ম কি, কোথায় শিখবেন? আপনার মার কাছে, আপনার বাবার কাছে, আপনার পরিবার, সমাজ, রাস্ট্র, বিশ্ব, বই, বই, বই। আধুনিক বিশ্বের বই কি? টেলিভিশন রেডিও সামাজিক যোগাযোগ মাধ্যম পেপার পত্রিকা Whatsup Instagram ইত্যাদিতে লেখা জ্ঞানী লোকের কাব্য সাহিত্য ইতিহাস আর্টিকেল ! মায়ের গর্ভ থেকে পড়ে যদি যমজ ভাই বোন থাকে এক সন্তান অন্য সন্তানকে মায়ের একটা স্তন ছেড়ে দেয় অন্য ভাইকে বা বোনকে মায়ের দুগ্ধ পান করার জন্য! বড় হয় শিশু সে বুঝতে পারে বিছানাটা আমার একার না! তার পর রোডে বের হলে শিখে রোড তার বাবার না, নিজে হাটতে পথে অন্য কে যেতে যায়গা ছেড়ে দিতে হয় স্কুল কলেজে যেয়ে শেখে সহপাঠীদের সাথে কিভাবে অধিকার ভোগ ও নিজ কর্তব্য পালন! ছাত্র জীবনেই শিখে ফেলে অধ্যাপক লাস্কির সেই বৃহৎ বানী, “Rights implies Duties (অধিকার কর্তব্য আনয়ন করে)! ধর্ম বানী ও তাই! “পন্ডিত জহর লাল নেহেরু” (ভারত) ও বাংলাদেশের জাতীয় অধ্যাপক “আঃ রাজ্জাকের” সৌভাগ্য হয়েছিলো এই দক্ষিণ এশিয়া থেকে অধ্যাপক লাস্কীর ছাত্র হওয়ার। আমার সৌভাগ্য হয়েছিলো লাস্কিক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সাইন্স অধ্যাপক আঃ রাজ্জাক স্যারের সাথে আধা ঘন্টা কথা বলার (আমার রাজ্জাক স্যারের সাথে আলাপ কোন আর্টিকেলে উল্লেখ করেছিলাম সম্ভাবত) ! সবার তো সৌভাগ্য হয় না লাস্কীর ছাত্র হওয়ার কিন্ত পড়ে জানতে হয়! কর্মজীবনে এসে মনের প্রশস্ততা আরো বাড়ে আরও কুসংস্কার মুক্ত হয় মানুষ, ধর্মের বানী হৃদয় ধারন করে পালন করে! পরবর্তী তে নিজে্ই জ্ঞান আহরণ করতে পথে পড়ে থাকা কাগজটা ও পড়ে জানার জন্য, অপূর্ণ মানুষ থেকে পূর্ণ মানুষ হতে, অহং ত্যাগ মানবতা মনুষ্যত্ব অর্জন নিজের মানবিক স্তর, জ্ঞান স্তর বাড়াবার জন্য!

বিজ্ঞাপন

 

প্রিয় পাঠক, যে হতভাগা মা থেকে কর্মজীবন পর্যন্ত এতগুলো মা পরিবার সমাজ রাস্ট্র “বিশ্ব বিশ্ববিদ্যালয়” পেয়ে ও কিছু শিখলো না সে অসুর ইবলিশ নরাধম তার জন্ম নিশ্চয় কোন পতিতা পল্লীতে!

মানুষ এত কষ্ট করে ” মানুষ” হতে” সৎ আয়, সৎ পথ, সৎ সঙ্গ, কুরআন গীতা বাইবেলে বানী জানতে বুঝতে সেই বানী মত চলতে তাই আপ্রাণ চেষ্টা সব জন্মদাতা মা-বাবার তার সন্তান কে মা নু ষ করার। তা না হলে

যাদু শিখাতো, চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ সন্ত্রাসী হ্যাকার বানাতো তাতে খরচ কম@ আয় বেশী! মাঝে মাঝে দেখবেন আপনার ফেজবুক টুইটার ব্লগ হ্যাক করছে এক ধরনের ইতর প্রানী জারজ সন্তান!

মনে আছে নিশ্চয়ই আপনাদের, “আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে ২০১৬ সালে কোরিয় হ্যাকার রা ৮১ মিলিয়ন ডলার আইটি হ্যাক করে চুরি করেছিলো যা ফিলিপাইন হ্যাকার সংযুক্তি তে পাচার হয়েছিলো।

বাংলাদেশ সরকার মামলা করে আন্তর্জাতিক আদালত মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার ফেরত এনেছে, বাকী ফিলিপাইন আদালতে বিচার চলছে, সম্ভববত এমাসেই সাক্ষী দেয়া চলয়মান —–

 

যা হোক আপনার জীবনে মা এক বিশ্ববিদ্যালয় তার পর আমার উল্লেখ্য স্তরগুলো এক-একটা অক্সফোর্ড সেখান থেকে ও যদি আপনি না শিখতে পেরে থাকেন ” “মানুষ ” হওয়ার পথ, আপনি হতভাগা আপনার স্হান নরকে এখনই নির্ধারিত যত ই আপনি মক্কা মদিনাা গয়া কাশি ভ্যাটিকান দৌড়ান! এ সভ্য দেশ এ সভ্য বিজ্ঞানের বিশ্ব আপনার জন্য না আপনি আমাজান ফরেস্টে চলে যান! ওটা ই আপনার জন্য উত্তম জসয়গা অথবা সুন্দর বন! আপনি জানেন তো আমাজন জঙ্গল কে বিশ্বের factory of oxygen বলে, মানব প্রয়োজনের ২৫% অক্সিজেন সেখানে তৈরি হয়! আপনি তো দুষ্ট কীট ওখানে গেলেও মানব ক্ষতি করতে অক্সিজেন হ্যাক করবেন!

 

আমাজন জঙ্গল সম্ভবতঃ ৯ টা দেশ নিয়ে, ৪০% ই ব্রাজিলের, পেরু কলোম্বো ভেনিজুয়েলা, মনে আছে ভেনিজুয়েলা আমেরিকা অঞ্চলের একমাত্র তেল সমৃদ্ধ

রাশিয়ার বন্ধু দেশ যার জন্য তার উপর হাজার উপর নিষেধাজ্ঞা আছে, ইরানের মত সে দেশের তেল কেউ কিনতে পারে না, অথচ বাইডেন স্যার সৌদি আরব তেলের দাম না কমাতে চাইলে ভেনিজুয়েলার তেল কিনতে চান এবং অন্য দেশে সরবরাহ নিষেধাজ্ঞা তুলে নিবেন বলে লোভ দেন — হয়তো এই মূহুর্তে সৌদি আরব সহ কাউকে কাউকে ফিলিস্তিন পাশে না দাড়ালে পরমাণু বোমা বানায় দেবো টোপ আছে তা না হলে তুরস্ক ইরান ছাড়া আরব বিশ্ব হুঙ্কারের তেজ কমে গেছে কেন? এক অসুর চিহ্নিত করতে অনেক অসুর শক্তি টেনে এনেছি, ক্ষান্ত দিলাম!

 

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশ কে ভালোবাসেন।

“কুসংস্কার মুক্ত মন” “তাকওয়া পূর্ণ জীবন” আপনাকে সহজ-সরল সৃষ্টি কর্তার পথ দেখাবে ভন্ডামি আপনাকে আপাতত জিতালো ও আপনার ভবিষ্যৎ মীর জাফর কাশিম ঘষেটি বেগমের মত হবে আপনার সন্তান তার সন্তান আপনার অপকর্মের খেসারত দিতে থাকবে ইহকাল ও পরো কাল!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত