
মোঃ ইমরান হোসাইন,আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলী পৌরসভার ৭ নং ওর্য়াড সলগ্ন সৈকত ফিলিং স্টেশনের সামনে হতে অর্থ ঋণ মামলায় সাজা প্রাপ্ত ১ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব -৮ সদস্যরা।
র্যাব -৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প)এর একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার রাত ৯ টার দিকে আমতলী পৌর এলাকার সৈকত ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে (অর্থ ঋণ ১২/২১, অর্থ জারী-৪৯/২২, অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১০) ধারা এর ৪ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ হেলাল মোল্লা (৫২)কে গ্রেফতার করেন।
র্যাব ৮ এর কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে সাজা প্রাপ্ত আসামী মোঃ হেলাল মোল্লা (৫২)কে গ্রেফতার করা হয়।
র্যাব ৮ সুত্রে জানায় গ্রেফতারকৃত আসামীকে আমতলী থানায় (অর্থ জারী-৪৯/২২, অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১০) ধারা) মূলে হস্তান্তর করা হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরন করা হয়েছে।