সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

আমার বাঁচার জন্য আপনাকে বড্ড প্রয়োজন

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ১৪.১১.২০২৩

 

বিজ্ঞাপন

আপনি ছাড়া আমি বাঁচতে পারি না, এটাই স্বতসিদ্ধ কথা! আমার প্রয়োজনে আপনাকে আমার দরকার! বিশ্বাস হচ্ছে না আপনাদের? মানুষ একা বাঁচতে পারে না! ঝগড়া করতে ও কাউকে প্রয়োজন, মানুষ পশুপক্ষী সবই সামাজিক জীব! কখনও এমন ভেবে দেখেন নাই? আমি ভেবে দেখেছি, এজন্য আমার কোন শত্রু নাই, “আমি সবার শত্রু” A to Z. আমার গর্ভধারিণী মা ও ভাবেন “তার বড় ছেলে সব করেছে, তার সব সন্তান কে দাড় করানো থেকে পিতৃহীন সংসারে ফুলের টোকা দিতে দেয় নাই, যত বিপদ আপদ মামলা মোকদ্দমা একা ঘাড়ে নিয়েছে কিন্তু তারপর ও যদি আর একটু করতো? নিশ্চয়ই সে কয়েকশো কোটি টাকার মালিক, আমার অন্য ছেলেমেয়েদের প্রত্যেক কে ৫/১০ কোটি করে দিয়ে দিতো”!

 

আপনার কোটি কোটি টাকা আয় করতে মানুষের প্রয়োজন, আপনি কারো ধন আত্মসাৎ করে কোটি বানাচ্ছেন তো কাউকে দান করে “দান বীর” সাজছেন!

তা হলে কি হলো উভয় দিকে লোক দরকার। অর্থাৎ, মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া কেউ বাঁচতে পারে না। এজন্য রাস্ট্র বিজ্ঞানী এ্যারিস্টল (সম্ভবত) বলেছিলেন, “A man is by nature a social and political animal and a man who is not member of the society He is either God or Beast! ”

(মানুষ সামাজিক জীব যে সমাজ ছাড়া বাস করে সে হয় ভগবান না হয় পশু”)! সেদিন মুখস্থ করেছিলাম, ভগবান ছিলেন ছাত্রদের কাছে, এ্যারিস্টটল, গার্নার, সক্রেটিস, লাস্কি, ম্যালথাস, আব্রাহাম লিংকন, ক্লিসথন্স, প্লুটো, ম্যাকাভেল,! আজ বলবো স্যার আপনার সজ্ঞা ভুল! ধৃষ্টতা এ্যারিস্টটল এর সজ্ঞা ভুল বলা! আপনারা ই বলেন ভুল কিনা? তিনি বলেছেন, সমাজ ছাড়া মানুষ হয় “ভগবান না হয় পশু”!

 

ভগবানের বিরাট মন্ত্রী পরিষদ, ৩৩ কটি দেবতা(কটি মানে কেটি না, প্রকার) তার কেউ শিক্ষা ( সরস্বতী),

কেউ ভাগ্য —-

আল্লাহর ও বিরাট দপ্তর রাজ্য, লক্ষ লক্ষ ফেরেশতা কেউ জান কবজ করে তো কেউ বার্তা পৌঁছে দেয়, তা হলে উনি একা কই?

“পশু” কি একা? গতকাল ই দেখলাম লেখক অধ্যাপকব সাহেলা লিখেছেন, “মৌমাছি পিপিলিকার” দলবদ্ধতা মানুষ কে অনুসরণ করতে!” জঙ্গলে গরু মহিষ হাতি গন্ডার পাখী সবই দলবদ্ধ ভাবে চলে!

 

প্রিয় পাঠক, কাছের জন বেঈমান হয় তবুও তাঁরাই Association! অনুরোধ কেউ শত্রু নয়, কারো নিপাত কামনা করবেন না, কেউ না থাকলে আপনিও নাই!

আমার অনুভূতি এই মুহূর্তে বাস্তব! আমার দুটো হাতের কব্জি তে বিরাট চোট পেয়েছিলাম, আল্লাহর রহমতে ডান হাতটা সেরে উঠছে কিন্তু বাম হাতের কব্জি দারুন অসুস্থ! প্রায় দশদিন ঘাড়ে ঝুলানো, ব্যান্ডেজ সহ।

ডান হাতটা দিয়ে যা করতে যাই বাম হাতটা আপনা-আপনি এগিয়ে যেতে চেষ্টা করে এবং কোন কাজই এক হাতে করা যায় না এমন কি কম্পিউটার ল্যাপটব মোবাইল কম্পোজে ও বাম হাতটা ডান হাত খোঁজে!

 

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশ কে ভালোবাসেন!

জাপানে বোমা ফেলে এক নিমিষে ২ লক্ষ ১৪ হাজার লোক কে হত্যা করেছিলো? বাংলাদেশে গনতন্ত্র মানবতা মনুষ্যত্ব উপদেশ দেয়া “আমেরিকা”! সেই আমেরিকা মাত্র তিনমাস গেলেই অনুভব করলো “জাপান” কে তার প্রয়োজন! তাকে কোটি কোটি টাকা দিয়ে আজকের জাপানে পৌঁছে দিয়েছে! উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর “টোকিও ট্রাইবুনালের” কোটি কোটি ডলার জরিমানা করেছে জাপান কে, যা করেছে তার ডবল করতে চেয়েছিলো আজীবন মেরুদণ্ড ভাঙ্গতে কিন্তু করতে পারে নাই ১২ জন বিচারকের একজন বাঙালি বিচারক ছিলেন সুভাষ বোস মুজিবের

রক্তের, সাহসী বাঙালি “বিনোদন বিহারি” তিনি একাই বলেছিলেন, “নট গিল্টি”, বিভক্তি রায়ে জরিমানা অর্ধেক হয়ে গেলো!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত