শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

আমেরিকা কি গনতান্ত্রিক বিশ্ব চায়?

আপডেট:

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

তাং ঃ ১০.০৯. ২০২৩

বিজ্ঞাপন

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজ পর্যন্ত ৭৮ বছরে কত দেশে আমেরিকা গনতান্ত্রিক ব্যবস্হার পক্ষে ছিলো? কত দেশে গনতান্ত্রিক সরকার হত্যার পর সামরিক জান্তা ক্ষমতায় এনেছে? কত দেশে ধর্মীয় আন্দোলন করিয়ে দ্বিখণ্ডিত করেছে, কত দেশে গনতান্ত্রিক ব্যবস্হা প্রতিষ্ঠার কথা বলে গন খুনাখুনি প্লট তৈরি করেছে?

বিজ্ঞাপন

 

প্রিয় পাঠক, বিশ্বে যখন ক্ষুধায় মানুষ মরছে, না খাওয়া কঙ্কাল শিশু শোয়ায় রেখে মা জল আনতে গেলে শকুনে মৃত্যু ভেবে অর্ধেক খেয়ে ফেলেছে! ঠিক তখন আমেরিকা বিশ্ব পুলিশি পাহারার জন্য ৮০০ সামরিক ঘাটতিতে ১৫৬ বিলিয়ন ডলার খরচ করছে তার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে! ১৫৬ বিলিয়ন এশিয়া আফ্রিকায় খাদ্যের জন্য বিতরন করলে একজন মানুষ না খেয়ে মরতো না! ৮০% সম্পদ ২০% লোকের হাতে, ৮০% লোক বিশ্বে অভুক্ত! বুরুন্ডি নাইজার ইথিওপিয়া সুদান ৩১ টা দেশ একবেলা খাবার পায় না!

 

বিশ্বে ৮ টা মহাদেশ, ৭ টা সবাই চিনে, ৭ টার একটা আন্টার্কটিকা যেখানে শুধু বরফ আর বরফ, কোন জনবসতি নাই, সেখানেও আমেরিকার সেনা ঘাটি আছে ! বিশ্বে ৮০ টা দেশে ৮০০ ঘাটি ছাড়াও ১৫৯ টা দেশে মোট ১৭ লক্ষ ৩০ হাজারের উপর সৈন্য আছে।

Ref ঃ U S A University teacher ডেভিড ডাইন লেখা গ্রন্হ বেজ ন্যাশন (Base Nation) এ তথ্য গুলো দিয়েছে প্রিয় লেখক, পড়ে দেখবেন যদি কারো ধৈর্য থাকে, ২৩১ পৃষ্ঠার বই।

 

ফিলিস্তিন “হামাসের” রকেট হামলায় ইসরায়েল রা বিমান বন্দরে ভিড় করছে হাজার হাজার দেশ ছাড়তে!

তাদের আমেরিকা যতই সাহস দিচ্ছে তারা জীবনের ভয়ে থাকতে চাচ্ছে না। মার্কিন রণ তরী ইসরায়েল মুখী রওয়ানা হয়েছে আজ সকালে, যুদ্ধ বিমান একই সাথে।

এই ইহুদি বিষ ফোড়া টিকিয়ে না রাখলে আমেরিকা ২৭ টা আরবীয় দেশকে লাল চক্ষু দেখাতে পারে না!

এদিকে লেবানন থেকে নসরুল্লাহ তার চার লাখ সেনা নিয়ে হামাসের হানিয়াকে সমর্থন জানিয়েছে এবং সেনারা ফিলিস্তিন মুখে রওয়ানা হয়েছে। বাংলাদেশের নৌ বাহিনী লেবাননের সমুদ্র সীমা পাহারা দেয় ইসরায়েল পর্যন্ত, তার অর্থ বাঙলাদেশ ও যুদ্ধে জড়িত!

 

প্রিয় পাঠক, শান্তির বিশ্বে অশান্তির কীট কিছু দেশ, শুধু সৃষ্টি কর্তা পারেন এই ৭৮ বছরের গরীব নির্যাতন থেকে মুক্তি করতে!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত