
লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ০৫.১১.২০২৩
আমাকে প্রশ্ন করেন, প্রশান্ত মহাসাগরে কত কিউসেক জল, আমি বলে দিতে পারবো কিন্তু বিশ্বের সবচেয়ে বিত্তবান শক্তিশালী দেশ যার মাথাপিছু আয় ৮০ হাজার ডলার সেই মহাবিক্রম শালী দেশ বিশ্বে কোন দেশে “গনতন্ত্র, মানবতা” প্রতিষ্ঠার জন্য জেহাদ করেছেন এবং গনতন্ত্র মানবাধিকার মানবতা মনুষ্যত্ব প্রতিষ্ঠা করেছেন আমার জানা নাই! ১৯৭১ এ বাংলাদেশে? চিলি, আলজেরিয়ায়, ভিয়েতনামে, কোরিয়ায়, ইরান, ইরাক,
সিরিয়া, তুরস্ক, —— চোখের উপর পাকিস্তানে ইমরান খান কে তাড়ায়ে গনতন্ত্র মানবাধিকার মানবতা প্রতিষ্ঠা কি সবশেষ, না, বাংলাদেশে ১৯৭১ পারেন নাই, এবার পারতেই হবে তা না হলে দক্ষিণ এশিয়ার সব মাতব্বরি চলে যাবে!
প্রিয় পাঠক, ইউক্রেন একটা সমৃদ্ধশালী সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫ টা দেশ আমেরিকা বের করে দেয়া সব চেয়ে বড় দেশ! শান্তিতে বসবাস করতে ছিলো
কৌতুক অভিনেতা জেলেনেস্কি ও তার জনগন! মার্কিন লাঠিয়াল বাহিনী N A T O তে যোগ দেয়াতে বর্তমান মার্কিন সরকার মরিয়া হয়ে উঠলেন, রাশিয়ার রানৃনা ঘরে কি পাক হয় তা দেখতে হলে আমেরিকার তো ইউক্রেনে ঘাটি করা লাগে! রাশিয়া তা হতে দেবে কেন?
এখন ও পৃথিবীর সব চেয়ে বড় দেশ রাশিয়া! করলো আক্রমণ ২০২২ ফেব্রুয়ারিতে।
মার্কিন ভাবনা ছিলো ইউক্রেন তো অস্ত্র কিনবে, রাশিয়ার আক্রমণ ভীতিতে কোটি কোটি ডলারের অস্ত্র কিনবে আসে পাশের ছোট দেশগুলো, লিথুনিয়া লাটভিয়া পোল্যান্ড ইত্যাদি — অস্ত্র গোলাবারুদ ব্যবসা
জমে নাই আর ইউক্রেন ঠকে যাবে নিশ্চিত কাজেই লোন দেয়া ডলার অস্ত্র মূল্য পাওয়া গুড়ে বালি!
শেষ হয়ে ধূলায় মিশে গেলো বিশ্বে রাশিয়ার পর দ্বিতীয় বৃহৎ গম উৎপাদন ও সরবরাহ কারী দেশ “ইউক্রেন!
২৫% ভূ ল্যান্ড দখল করে নিছে রাশিয়া, নূহাস, দনিয়েৎস্ক, খেরসন, জাপরিসায় মিলাদ দিয়া প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার অধীনে স্বায়ত্তশাসিত করে দিছেন!
বাইডেন স্যার কে ব্যস্হ করে দিছেন ইসরায়েল ঠেকাতে! জেলেনেস্কি বলেছেন, ” পশ্চিমারা বেঈমান”!
তাই লোকে বলে, ” আমেরিকা বন্ধু হলে শত্রু লাগে না!