
মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ের শীর্ষ মাদক সম্রাট আমির হোসেন সেলিম প্রকাশ বুলেটকে আবারো ৫০০ পিস ইয়াবা-সহ আটক করেছে মিরসরাই থানা পুলিশ। গোপন সংবাদের তথ্যমতে মিরসরাইয়ের অজ্ঞাত স্হান থেকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, আমির হোসেন সেলিম (বুলেট) এর আগে-ও একাধিক বার মাদক সহ বিভিন্ন মামলায় আটক হয়েছেন। সে আলোচিত নেত্রী নাদিয়া নুসরাত’র বন্ধু এবং ভাইরাল হওয়া ভিডিওতে তাকে দেখা যায়।
আমির হোসেন সেলিম প্রকাশ বুলেটের নামে মিরসরাই থানা মাদক, ডাকাতির চেষ্টা এবং মারা-মারি সহ এক ডজনের-ও বেশি মামলা রয়েছে বলে জানান মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন।