
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেষা ধরঞ্জী ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিনের সৎ ও পরীক্ষিত নেতা খবির উদ্দিন মন্ডলের কবর জিয়ারত করলেন জয়পুরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব সামছুল আলম দুদু এমপি। মাননীয় এমপি শারীরিক অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করায় খবির নেতা হঠাৎ মৃত্যু বরণ করায় তার জানাজায় অংশ গ্রহণ করতে পারে নাই। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজ আদায় জয়পুরহাটবাসী তথা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে করার জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আকাশ পথে ঢাকা-সৈয়দপুর হয়ে পাঁচবিবি পৌছেন। বুধবার দুপুরে দলীয় নেতা কর্মীদের নিয়ে প্রায়ত নেতার কবর জিয়ারত করেন তিনি। এসময় তিনি প্রায়ত নেতার বাড়িতে যান পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকাহত পরিবারকে শান্তনা দেন। গত বুধবার রাত আটটার সময় ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘ সময়ে দ্বায়িত্বে থাকা সভাপতি খবির উদ্দিন ষ্টোক করে মারা যায়।কবর জিয়ারতের সময় এমপি দুদুর সাথে ছিলেন ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমতাজুর রহমান, বাগজানা ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের আহ্বায়ক ও আগামীতে বাগজানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকায় দলীয় মনোনয়ন প্রত্যাশী রাসেল কবীর, দলীয় নেতাকর্মী ও এলাকার সুধীজন।