
লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ২৯.১০.২০২৩
কোন বাঙলাদেশে বাস করছি আমরা সারা ঢাকা রণক্ষেত্র?
এ রণক্ষেত্র স্ব চোখে দেখে মনে হলো পানি পথের সেই ১৫২৬ সালের প্রথম যুদ্ধ হতে যাচ্ছে বাবর ও ইব্রাহিম লোদীর সৈন্যদের মধ্যে ! নাকি ২৩ জুন ১৭৫৭ সালের পলাশির যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছে নবাব সিরাজুদ্দৌলা ও লর্ড ক্লাইভের মধ্যে যে যুদ্ধে সিরাজের সেনাপতি “মীরজাফর ৩৪ হাজার সৈন্য নিয়ে পুতুলের মত দাড়িয়ে থেকে বৃটিশ বেনিয়া ক্লাইভের ৩ হাজার ৪ শো সৈন্যের কাছে ভারতকে বৃটিশের হাতে তুলে দিয়েছিলো!
এ কোন দেশ যে দেশে আমেরিকান সাজিয়ে “মার্কিন প্রেসিডেন্টে বাইডেন স্যারের উপদেষ্টা” পরিচয়ে একটা গনতান্ত্রিক দলের অফিসে বসে সাংবাদিক সন্মেলন করে
কোন দলের পক্ষে নির্বাচন কে প্রভাবিত করার চেষ্টা করে পার পেয়ে যায়! আমেরিকান দূতাবাস তো বলেছে, এই নামে কোন মার্কিন প্রতিনিধি আমাদের নাই, তা হলে কেন এখনও বের করা হচ্ছে না একটা দেশের মাটিতে এমন ষড়যন্ত্র মার্কিন লবিষ্ঠ এর! যখন সাংবাদিক সন্মেলন করেছে তখন ই গোয়েন্দাদের দরকার ছিলো On the spot মার্কিন দূতাবাসে খোঁজ নেয়া “বাইডেনের” উপদেষ্টা পরিচয়ে কে তিনি, একটা ফোন মাত্র, কি ডিজিটাল হলাম আমরা? তার পাশে রাজনৈতিক নেতা “রেজভি সাহেব” ছিলেন Introducer, তাকে তো বলতেই হবে কে এই লবিষ্ঠ?
১৯৫৭ এর মত আমরা কি পশ্চিমা গোষ্ঠীর হাতে আবার এ দেশটাকে তুলে দিতে যাচ্ছি ? রাজা যাবেন রাজা আসবেন
আমরা যে ফকির সেই ফকির থাকবো অত্যাচারিত হবো “পাতি নেতাদের” দ্বারা, এটা তো আমাদের ভাগ্যের লিখন!
কিন্তু জনগন দ্বারা নির্বচিত কেউ আসুক তা আমাদের কাম্য! এ দেশ স্বাধীন হয়েছে ইয়াহিয়ার সামরিক সরকারের অধীনে নির্বাচন করে , আইয়ুব ইয়াহিয়া এরশাদ জিয়া সব তো নিপাত গেছে জনগনের প্যাদানীতে!
গাড়ী পোড়ানো হাসপাতালে আগুন দেয়া জনগন দ্বারা নয়।
এ কেমন গনতান্ত্রিক দল যার সর্বময় কর্তা সব সময় ষড়যন্ত্রের ভিতর থাকে, সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, দেখা করে বিশ্ব সেরা আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী “দাউদ ইব্রাহিমের সাথে”, তাদের সহযোগী ” নূর” কে পাঠায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা “মোসাদের” পরিচালক প্রধানের কাছে, ক্ষমতায় এসে ভারতকে টুকরো করতে “অনুপ চেটিয়াদের মত সন্ত্রাসী দের পকেটের পয়সা দিয়ে বিদেশ থেকে অস্ত্র গোলাবারুদ এনে দেয় যা খালাস হয় ” জিয়া ফার্টিলাইজারের এমডির তত্বাবধানে? দেশের বিরোধী দলের নেত্রী কে মারতে চায় গ্রেনেড মেরে ! এমন কালো হস্ত বাঙলাদেশের ক্ষমতায় জনগন দেখতে চায় তা আমার মনে হয় না। দূর কোন কোন গ্রামে বেশ বিরোধী সমর্থক দেখে আসছি, হয়তো তা পাতিনেতাদে উৎপাতে হয়তো রাগে ক্ষোভে! কিন্তু দেশ যারা চালাবেন সেই “মেজর পুত্র “তারেক”, রেজভি, ফখরুল গং দের পরে এদেশ চালাবার ফুয়েল (জ্ঞান বুদ্ধি জানাশোনা) কই? আন্তর্জাতিক ফোরামে দেশ যেখানে এগিয়েছে তাতে এতবড় রাস্ট্র নায়ক হওয়ার যোগ্য ব্যক্তি কই?
আল্লাহ কে ছেড়ে বাইডেন স্যারকে ভগবান মেনেছেন, আবার ইসলামের “হোল সেল এজেন্ট ” সেই জামাত হেফাজত শত রাজনৈতিক টাউট বাটপার উচ্ছিষ্ট ভোগী ত্যাগ করলেন কই, এখনও নমিনেশন বানিজ্য “দেহ টাকা বিনিময়” মাধ্যম লাগে নমিনেশনের আশায়! আমরা চাই প্রতি নির্বাচনে সরকার পরিবর্তন হলে আমরা পরখ করতে পারি কোন চাচী কেমন রান্না করেন, পাতিনেতাদেরও পরিবর্তন পরিবর্ধন হয়! কিন্তু বিবি তালাকের ফতোয়ায় দেশ চালাবার দিন তো নাই! প্রতিবেশী চীন ভারত ও প্রতিযোগিতায়! হাত বাড়াতে হয় সূদুর ল্যাটিন আমেরিকা পর্যন্ত তেমন জ্ঞানী গুনি শত বছরের পরিকল্পনাবিদ
রাজনৈতিক নেতা বিএনপি হেফাজত জামাতে কই?
ধর্মের নামে “দরিদ্র মাদ্রাসা ছাত্রদের” নামে মধ্য প্রাচ্য থেকে কোটি কোটি টাকা এনে পাপ কামায় আল্লার শাস্তি ভোগ করছে! হিসাব দিতে পারেন না কোথায় সে ফান্ড! শেখ হাসিনার তো সাহস ছিলো না “আনারা বেহেশতের পাহারাদার,” আপনাদের গায়ে হাত দেয়ার, সুযোগ তো আপনারা করে দিয়েছেন, ভুল বললাম, “সৃষ্টি কর্তা বাড়াবাড়ি পছন্দ করেন না” ছাড় দেন ছেড়ে দেন না “, বুজুর্গ মানুষ ছিলেন “মাওলানা মোহাম্মদ সফি সাহেব” তাকে হত্যা করেছে ” বাবু নগরী মামুন গং ”
তিনি মাস্টার্স পর্যন্ত কওমি স্বীকৃতি আদায় করেছেন। তাকে হত্যার মামলায় পড়ে “বাবুনগরী” হার্ট ফেইল করে মরেছেন! বাবু নগরী জানতেন রিমান্ডে নিলে পটপট করে সব স্বীকার করতে হবে তাই হাজার দশ হাটহাজারী মাদ্রাসা ছাত্র যারা হোস্টেল ত্যাগ করেছে “করোনার” জন্য, বাবু
নগরী ভরসা করতেন, ছাত্রদের ক্লাস হোস্টেল চালু হলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে না, তাই বার বার আল্টিমেটাম দিতেন ক্লাস খুলে দিতে, এ ও বলতেন আমর ছাত্ররা কুরআন তেলায়ত করলে “করোনা” চলে যাবে, অথচ পবিত্র “কাবায়” ও তওয়াফ নামাজ বন্ধ ছিলো, শেখ হাসিনা ভন্ডামির পাত্তা দেন নাই! নিরাশ হয়ে পড়েন বাবু নগরী, তার এমন মৃত্যু প্রমান করে হত্যা মামলা সত্যি।
এমন সব লোক ক্ষমতায় বসালে আবার শতবছর পিছে যাবে দেশ, আবার পশ্চিমাদের হাতে পরে যাবে ২০০ বছরের জন্য, যে “ভারত” ২০০ বছর গোলামী করেছে তা উদ্ধার করতে এক বিলিয়ন ভারতীয় জীবন দিয়েছেন!
হাত তুলে পলায়ন বিএনপি পিকেটারদের।