শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

কটিয়াদী এস.আর অফিস দলিল লেখক সমিতির পরিচিতি ও মত বিনিময় সভা

আপডেট:

কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী এস.আর অফিস দলিল লেখক সমিতির নবনির্বাচিত সদস্যগণের পরিচিতি ও মত বিনিময় সভা  হয়েছে। ১৫ জুলাই শনিবার দুপুরে  অফিস চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

কটিয়াদী এস.আর অফিস দলিল লেখক সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হক মেনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুল মোতালিব,কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান,কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাঃ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,উপজেলা সাব রেজিস্ট্রার সুজন বিশ্বাস,পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার,ঢাকা কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সহ সভাপতি ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মহিউদ্দিন বাবুল,ঢাকা কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক ও জেলা দলিল লেখক সমিতির সাঃ সম্পাদক ফুরকান উদ্দিন খান মানিক,কটিয়াদী এস.আর অফিস দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ কুতুব উদ্দিনসহ,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও দলিল লেখক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত