সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

কণ্ঠহার

আপডেট:

কণ্ঠহার
মোঃ আনিসুর রহমান আগুন

এলো নিবাসে নব নন্দিনী,
মনো মহুয়া মম বন্দিনী।
মনের মনি কোঠায় মণিরাজ,
পরিয়েছে মুণ্ডকে মোর তাজ।

বিজ্ঞাপন

সে যে কণ্ঠে আপন কণ্ঠহার,
যাতনার ক্ষণে সুখ সমাহার।
হালে পানি পেয়েছে আজি,
এ সবে তাহারি কারসাজি।

এসেছে কুঞ্জরে নব তন্বী,
নিভেছে গহীন তল বহ্নি।
মনো বাগে ফুটছে লোটাস,
হয়না সাঙ্গ যতই ফোটাস।

বিজ্ঞাপন

শত উল্লাসে আজি বাহাবাজি,
ঝলমলে করছে টলোমলো তারকারাজি।
ভ্রান্তি শ্রান্তি সবি লুটেপুটে,
আলোচ্ছটা মেদিনীর তটে ছুটে।

এলো নীড় ছায়া পঙ্খি,
শত শর্বরী শেষে শঙ্খি।
এসেছে যে জঠর ধরি,
তারি পরে প্রণাম করি।

(অসমাপ্ত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত