সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

করগাঁও ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লার বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

আপডেট:

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নাদিম মোল্লার বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ পাওয়া গেছে।জানা যায়,মঙ্গলবার ২৭ জুন করগাঁও ইউনিয়নে টি সি বি পন্য বিতরণ কালে টি সি বি পন্য কেনার জন্য আসা উপস্থিত সাধারণ জনগণ কর্তৃক এক অভিযোগের বিষয়টি কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার কে জানানোর কারণে ৩ নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা সাংবাদিক আব্দুর রউফ ভূঁইয়া কে মুঠো ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে। সাংবাদিক আব্দুর রউফ ভূঁইয়া চেয়ারম্যানের গালিগালাজ সহ হুমকি প্রদানের বিষয়টি কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার কে মোবাইল ফোনে অবগত করার পর কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার সংবাদ মাধ্যম কে জানান চেয়ারম্যানের বিরুদ্ধে পত্রিকায় নিউজ হলে এই বিষয়ে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করিবেন।
মঙ্গলবার ২৭ জুন কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান এর নিজ বাড়িতে টি সি বির পন্য বিতরণ কালে টি সি বি পন্য নিতে আসা কার্ড ধারী নারী ও পুরুষেরা টি সি বি পন্য না পেয়ে সংবাদ মাধ্যম কে অভিযোগ করেন যে তারা কার্ডধারি হয়েও সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে কোন টি সি বির পন্য পায় নাই। কার্ড ধারী নারী ও পুরুষদের এই অভিযোগের বিষয়ে জানার জন্য চেষ্টা কালে চেয়ারম্যান কে পাওয়া যায় নাই। পরবর্তীতে বিষয়টি কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খাঁনজাদা শাহরিয়ার বিন মান্নান কে মুঠো ফোনে অবগত করার পর করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা সাংবাদিক আব্দুর রউফ ভূঁইয়া কে তার মুঠো ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।
এদিকে অনিয়মের কথা অস্বীকার করেছেন করগাও ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লা।তিনি বলেন,টিসিবির পণ্য বিতরণে আমি কোন অনিয়ম করি নি।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খাঁনজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন,’বিষয়টি আমি জেনেছি।লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত