
মোঃ আব্দুল জলিল, করিমগঞ্জ প্রতিনিধি ।।
শপথ নিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (আতিক-মতিন) করিমগঞ্জ উপজেলা শাখা সংসদের নবনির্বাচিত কমিটির সদস্যরা। শপথের মাধ্যমে শিক্ষক সমিতি আনুষ্ঠানিক দায়িত্ব পেল নতুন কমিটি। এ সময় নতুন কমিটির সভাপতি-
সম্পাদকসহ বাকি ৩৩ জনকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখা সদস্য সচিব ও করিমগঞ্জ উপজেলা শাখার সদ্য সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান।
শুক্রবার (১৬ জুন) বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি অডিটরিয়ামে জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মীর আশরাফের সঞ্চালনা ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা জনাব মো. ইকবাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান,
করিমগঞ্জ পৌরসভা সাবেক মেয়র হাজী আব্দুল কাইয়ুম, দেহুন্দা ইউপি চেয়ারম্যান এম এ হানিফ, বারঘরিয়া ইউপি চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন মিল্কী, প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুর রহমান কাঞ্চন, পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির স্বপন মাইজভান্ডারী, সাধারণ সম্পাদক মোঃ রবিউল আওয়াল প্রমুখ।
করিমগঞ্জ উপজেলা শাখা সংসদ (আতিক-মতিন) নির্বাচনের মোঃ মাহবুবুল সিরাজ সভাপতি এবং মোঃ মাহবুবুল আলম মাইকেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উভয় পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা। এছাড়াও বাকি ৩৩ পদও কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, দীর্ঘ ১৩ বছর পর প্রাথমিক শিক্ষক সমিতি করিমগঞ্জ উপজেলা শাখা (আতিক-মতিন) সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মে শুক্রবার দুপুরে
প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচনে নির্বাচিত সদস্যদের তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান। ঘোষিত নির্বাচনী তফশীল অনুযায়ী তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমিতির নির্বাচনে অন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ বেলায়েত হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ, অসিত কুমার সরকার ও নুরজাহান, যুগ্ম সম্পাদক মোঃ সুরাফ উদ্দিন ও ইয়াকুতুন্নেছা,
সহ-সম্পাদক মোহাম্মদ ছাদেকুর রহমান ও সুমাইয়া
সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মহিলা সম্পাদিকা মর্জিনা আক্তার, অর্থ সম্পাদক মোঃ এরশাদ, দপ্তর সম্পাদক তরিফ আহমেদ, ধর্ম সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক আশরাফুল ইসলাম, সাহিত্য সম্পাদক মোঃ সুমন মিয়া, সংস্কৃতিক ও বিনোদন বিষয়ক সম্পাদক, মোঃ শহিদুল্লাহ, যোগাযোগ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক তৌফিকুর রহমান, প্রঃশিঃগুনঃমাঃ উন্নয়ন সম্পাদক মোঃ আল-আমিন, সমবায় সম্পাদক রূপক চন্দ্র সরকার, কাপ স্কাউট সম্পাদক মোঃ রফিকুল আলম, কল্যাণ ট্রাস্ট সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
শপথ শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম মাইকেল বলেন, আমাদের এই কমিটি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষকদের সমন্বয়ে গঠিত। তিনি আরও বলেন, পরিবর্তনশীল জবাবদিহিতামূলক নতুন নেতৃত্বের অঙ্গীকারাবদ্ধ সিরাজ-মাইকেল পরিষদ উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজের অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। উপজেলার প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট করতে এ কমিটি যথেষ্ট ভূমিকা রাখবে।