
মিরসরাই প্রতিনিধি।।।
মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৫নং গেড়ামারার ফরেস্ট অফিস (কবরস্থান বানতি) তে মাদক ব্যবসায় ও সেবন করে আসছে একটি গ্রুপ দীর্ঘদিন। সোমবার (১১ সেপ্টেম্বর ) রাত সাড়ে নয়টা নাগাদ মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণ দেখে ইব্রাহিম নামে এক যুবক নিষেধ করে। নিষেধের জের ধরে ঐ এলাকার মৃত সুজা মিয়ার ছেলে বেলাল, নুর হোসেন রিয়াজ, রুবেল, আবদুল আজিজের ছেলে আলমগীর, মোঃ সিরাজ এর পুত্র রাসেল একই এলাকার মৃত হাবিবের মেঝ ছেলে ইব্রাহিম (৪৫) কে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে এছাড়া তার বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সকলে যুবদল ও ছাত্রদলের কর্মী বলে জানা যায়।
আহত ইব্রাহিম জানান, গতকাল রাতে পাশের বাড়িতে একটি বিয়ে অনুষ্ঠান হচ্ছিল। তখন তারা মাদক সেবন করতেছে গেইট সংলগ্ন একটি ঘরে। আমি তাদের অন্তত আজকে দিনে যাতে এসব না করে সেজন্য অনুরোধ করি। কিন্তু তারা নিষেধ করার জের ধরে আমাকে চুরি, চাপাতি দিয়ে কুপিয়েছে। এছাড়া আমার আত্মীয়ের জন্য বিকাশ করার উদ্দেশ্যে ৫০ হাজার টাকা নিয়ে বের হলে সেগুলো ছিনিয়ে নেয়। তারা মাদক সেবন করার পর বিভিন্ন বোতল আমাদের বাড়ি ও আশপাশে ছুঁড়ে ফেলে। আমরা তাদের ভয়ে কিছু বলি না। এখন যদি থানায় যাই তাহলে আমার ২ ছেলে এসএসসি পরীক্ষার্থী কামরুল হাসান ও ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত সুজনকে স্কুলে যেতে দিবে না ও হত্যার হুমকি প্রদান করে।
উল্লেখ্য, গত ১৮ আগষ্ট অভিযুক্ত নুর হোসেন রিয়াজকে বাদী ইব্রাহিম কুপিয়ে আহত করে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে শত্রুতা বিরাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, মাদক খাওয়ায় নিষেধ করায় একজনকে কুপিয়ে আহত করেছে শুনেছি। এর আগেও তাদের মধ্যে অনেক সময় গন্ডগোল হয়েছিল। তারা এলাকায় মাদক ব্যবসায় ও মাদক সেবন করে আসছে দীর্ঘদিন ধরে।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক হাবিব জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। ইতোমধ্যে অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।