সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

কালাইয়ে নানা আয়োজনে হেপাটাইটিস দিবস পালিত

আপডেট:

জয়পুরহাট প্রতিনিধিঃ

র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জয়পুরহাটের কালাই উপজেলায় বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়েছে।গতকাল বিকেলে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলাম গাড়ী এলাকার বাখড়া গ্রামে এই দিবসটি পালন করে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি।সংস্থার কালাই সিডিপির ম্যানেজার প্রাঞ্জলী মৃ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: মো: জুয়েল হোসেন।এ সময় আলোচনার তাৎপর্য তুলে ধরেন সংস্থার মেডিক্যাল অফিসার ডা: আলমাস জাহিদ খান।হেলথ অফিসার মরিয়ম ইয়াসমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন জিন্দারপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডব্লিউভি।

বিজ্ঞাপন

আলোচনায় জিন্দারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে দিনভর হেপাটাইটিস চেকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত