
আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষ্যে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র্যালী,মতবিনিময় সভা,সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে ব্যান্ড পার্টি সহকারে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আল আমিন হোসাইন,সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ,জেলা বিশেষ শাখার ডি আইও-১ মোমিনুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেন।পরে ‘পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ‘এ স্লোগানে পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভা,সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার।