মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

কিশোরগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার,স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কিশোরগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (২৫-৩০ নভেম্বর) উদযাপন উপলক্ষে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম আজাদ।জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মুহাম্মদ নাজমুল আনোয়ার অপু’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) রুবেল মাহমুদ,সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. হোসনা বেগম,সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবায়ের হোসেন সাকি প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার আগের তুলনায় অনেক কমেছে। এ বিষয়ে বর্তমান সরকার কাজ করছে। জনগণকে সচেতন করে মাতৃ ও শিশু মৃত্যুর হার আরো কমিয়ে আনতে হবে। প্রতিটি সন্তান দেশের জন্য সম্পদ। সন্তানদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সরকার। বাংলাদেশে মায়ের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব কিন্তু তা হচ্ছে না অসেচতনতা ও অনিয়মের কারণে। প্রতিটি মাকে সঠিক স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হবে যদি প্রত্যেকে সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করে।আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর ২০২৩ সপ্তাহব্যাপি পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ যথাযথভাবে উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভায় বক্তারা জানান।
মাতৃস্বাস্থ্যের উন্নয়ন ও মাতৃমৃত্যু হ্রাস বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এছাড়াও সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত