সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

কিশোরগঞ্জে যৌতুকের জন্য গৃহবধুকে নির্যাতন

আপডেট:

কিশোরগঞ্জে যৌতুকের জন্য মোছাঃ জেসমিন আক্তার (৩৫) নামে এক গৃহ বধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে নেশাখুর লম্পট স্বামীর বিরুদ্ধে। জানা যায়, সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল শ্যামনগর এলাকার হেলাল মিয়ার ছেলে মাসুদ মিয়ার সাথে ফরিদপুর জেলার মোছাঃ জেসমিন আক্তারের ১৭ বছর পূর্বে বিবাহ সম্পন্ন হয়। তাদের একজন ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে গৃহবধু জেসমিন আক্তার গার্মেন্টসে চাকুরি করে প্রায় ১০ লক্ষ টাকা তার স্বামীকে দেয়। এই টাকা দিয়ে সে বিদেশ যায়। ৮ বছর পর বিদেশ থেকে আসিয়া অভিযুক্ত স্বামী মাসুদ মিয়া আবারো নিউজিল্যান্ড যাবে বলে তার স্ত্রী কাছ থেকে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রতিনিয়ত সে তার স্ত্রীকে মারধর করে। অভিযুক্ত স্বামী মাসুদ মিয়ার সাথে তার বড় ভাইয়ের স্ত্রীর অনৈতিক সম্পর্ক রয়েছে। গত শনিবার দুপুর ২ টার দিকে অভিযুক্ত স্বামী আবারো তার স্ত্রীকে বিদেশ যাওয়ার ৫ লক্ষ টাকা দিতে জোর জবরদস্তি করে। টাকা দিতে অস্বীকৃতি করলে অভিযুক্ত স্বামী মাসুদ মিয়া তার ভাই সুমন মিয়া ও তার বড় ভাইয়ের স্ত্রী শাহানা আক্তার একত্রিত হয়ে গৃহবধু জেসমিন আক্তারের উপর অতর্কিত ভাবে আক্রমণ করে। অভিযুক্তরা লোহার রড় দিয়ে গৃহবধুর শরীরে এলোপাথারি মারপিট করে। গৃহবধুর ছেলে মারুফকে বাইরাইয়া জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় গৃহবধু জেসমিন আক্তার বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত