সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য অভিন্ন মানদন্ডের আলোকে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।অক্টোবর/ ২০২৩ মাসের পারফর্মেন্স বিবেচনায় তাঁকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।
শনিবার (১৮ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম(বার) বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমনের নাম ঘোষণা করেন।এসময় তিনি সারাদেশে অভিন্ন মানদন্ডের আলোকে পুরস্কার হিসেবে পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমনের হাতে ক্রেস্ট ও গিফট তুলে দেন।মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন জানান,আমাকে  বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় আমি  কৃতজ্ঞতা জানাচ্ছি  কিশোরগঞ্জ জেলার সুযোগ্য, সৎ,দক্ষ মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) স্যারকে।

সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ সদর সার্কেলের দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস স্যার,পাকুন্দিয়া  থানার অফিসার ইনচার্জ সহ জেলার উর্দ্ধতন  পুলিশ অফিসার ও যারা আমার এই সাফল্যে সহযোগীতা করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য,নাহিদ হাসান সুমন এর পূর্বে জেলায় ৮ম বারের মত কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর নির্বাচিত হয়েছে। তাছাড়া করিমগঞ্জ থানা হতে জানুয়ারী /২০২০ সালের ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত