সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

কুমারখালীতে এলাকাবাসীর বাঁধা অমান্য করে রাস্তার উপর বাড়ি নির্মাণ

আপডেট:

হৃদয় রায়হান ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
 কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর  ইউনিয়নের পুটিয়া গ্রামে এলাকাবাসীর বাঁধা অমান্য করে রাস্তার জমির উপর জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় নরু ওরফে ন্যাংড়া নুরু নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ব্যাপারে স্থানীয় মোঃ তারিক হোসেন ওরফে স্বাধীন বিশ্বাস জানান, কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশ দিয়ে সরকারী একমাত্র কাঁচা রাস্তা আনুমানিক দেড়শত বছর বছর পূর্বে মৃত জনির উদ্দিন শেখের নানা এবং মোঃ ইউসুফ হোসেন ওরফে মোংলা ও কাঙ্গালী শেখ জীবিত অবস্থায় পুটিয়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদের শেখ এর কাছ থেকে নগদ অর্থ গ্রহন করে রাস্তা সম্প্রসারণে সহযোগিতা করে। এবং জনসম্মুখে ওয়াদা করে আমি এই জায়গা রাস্তার জন্য দান করলাম। কাদের সাহেব নিজের টাকায় ইট ক্রয় করে হেরিং রাস্তা নির্মাণ করে দেন। জনির উদ্দিন শেখের মৃত্যুর পর তার মেজো ছেলে নুরু ওরফে ন্যাংড়া নুরু রাস্তার জায়গার উপর সিমেন্টের তৈরি খুঁটি পুতে রেখে রাস্তায় যানচলাচল বন্ধ করে দেয়। গত ১০ জুলাই নূরু ও তার ভাতিজা একত্র হয়ে রাস্তার উপর বসত বাড়ি নির্মাণ শুরু করে। উপায়ন্তর না দেখে এলাকার জনগন গণস্বাক্ষর করে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট গন স্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ দায়ের করেণ। এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে বিট অফিসার এস আই দিবাকর আজ বেলা ১১ টার সময় এলাকা পরিদর্শন করে বাড়ির কাজ বন্ধ করে দিয়ে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত