সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

খুঁজে মরে ভালোবাসা

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তাং ঃ ১৪.১১.২০২৩

 

বিজ্ঞাপন

কোথায় খুঁজবো ভালোবাসা

সে যেন এক মিছে আশা!

ভালোবাসা গমের দোলায়

ধানের পাতার ঢেউয়ের খেলায়!

 

প্রণয় আছে নীল আকাশে

খাঁটি প্রেম ঈশ্বর সকাশে,

প্রেম বিলায় সূর্য কিরণ

খর রৌদ্রে পুড়তে বারন!

 

প্রেম তো সে আমি তুমি

প্রেম সেতো এক উর্বর ভুমি!

কোন শর্তে প্রেম বেঁধো না

বাঁধতে গেলে আর টিকে না!

 

হৃদয় দিয়ে হৃদয় বাঁধো

প্রেমের তান পুরাটা যখন খুশি তখন সাধো!

গানের মতো রেওয়াজ চাই

সাধন যতো ততো পাই!

 

আদিকাল থেকে প্রেম আছে

প্রেম ছাড়া জীবন বাঁচে ?

সেই প্রেমে অবগাহন

বংশবিস্তার জীবন যাপন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত