
কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ১৪.১১.২০২৩
কোথায় খুঁজবো ভালোবাসা
সে যেন এক মিছে আশা!
ভালোবাসা গমের দোলায়
ধানের পাতার ঢেউয়ের খেলায়!
প্রণয় আছে নীল আকাশে
খাঁটি প্রেম ঈশ্বর সকাশে,
প্রেম বিলায় সূর্য কিরণ
খর রৌদ্রে পুড়তে বারন!
প্রেম তো সে আমি তুমি
প্রেম সেতো এক উর্বর ভুমি!
কোন শর্তে প্রেম বেঁধো না
বাঁধতে গেলে আর টিকে না!
হৃদয় দিয়ে হৃদয় বাঁধো
প্রেমের তান পুরাটা যখন খুশি তখন সাধো!
গানের মতো রেওয়াজ চাই
সাধন যতো ততো পাই!
আদিকাল থেকে প্রেম আছে
প্রেম ছাড়া জীবন বাঁচে ?
সেই প্রেমে অবগাহন
বংশবিস্তার জীবন যাপন!