
সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি।
ডুমুরিয়ার কুলটির প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এতিম ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী দিব্যেন্দু ফৌজদার (৬০) নামে একজনকে আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ।
গতকাল (১ সেপ্টেম্বর) বিকালে তাকে কুলোটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এই সময় উত্তেজিত জনতা তার ফাঁসির দাবি জানায়। এ ঘটনায় ধর্ষিতা এতিম ছাত্রীর পক্ষে স্থানীয় মহিলা মেম্বার “অর্চনা ফৌজদার” ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান জনাব শেখ তুহিনুল ইসলাম তুহিন বলেন, কোনো সুস্থ মানষিকতার মানুষ এমন নৃকষ্ট কাজ করতে পারে না। ধর্ষকের এমন অমানবিকাতার কাজের জন্য সুষ্ঠু ন্যায় বিচারের দাবি জানান তিনি।
জন-সাধারন ওই ধর্ষকের ফাঁসির দাবিতে মিছিল নিয়ে থানায় আসে।
এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলার অফিসার ইনচার্জ জনাব শেখ কনি মিয়া বলেছেন, ধর্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ সত্যতা যাচাই করে আইনি সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।