
সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া উপজেলার ৭ নং শোভনা ইউনিয়নের মাদারতলা বাজারের ১৩ ই সেপ্টেম্বর রোজ বুধবার ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট শিলা এন্টার প্রাইজের গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে বাগেরহাট জেলার পি বি আই এর অফিসার ইনচার্জ জনাব এম এম মিজানুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি ডুমুরিয়া শাখার ব্যবস্থাপক জনাব মীর আনিছুর রহমান (এফ এ ভি পি ও শাখা প্রধান) ডুমুরিয়া খুলনা। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র অফিসার জনাব সাইফুল ইসলাম, শিলা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মিসেস সেলিনা আক্তার শিলা,৮ নং ওয়ার্ড সদস্য জনাব মৃণাল কান্তি বিশ্বাস, যুবলীগ নেতা জনাব সাধন কুমার সরদার,পল্লী শ্রী মহাবিদ্যালয়ের জীব বিজ্ঞানের প্রদর্শক জনাব অজিত কুমার মন্ডল, শিক্ষক জনাব প্রদীপ রঞ্জন মন্ডল, ডাঃ জনাব দিলীপ কুমার মল্লিক, ডাঃ তরুন কুমার শীল, ডাঃ প্রশান্ত গাইন, ডাঃ সুজিত মন্ডল, ডাঃ কৃষ্ণপদ মন্ডল, বিশিষ্ট ব্যাবসায়ী জনাব সুরজিৎ মন্ডল,জনাব প্রশান্ত মন্ডল, জনাব অনিমেশ মন্ডল, জনাব পরিমল সরদার, জনাব জাহাঙ্গীর হাওলাদার, জনাব প্রদীপ সানা, জনাব শংকর মন্ডল, জনাব তুষার কান্তি রায়, জনাব পার্থ মন্ডল, জনাব পুর্ণেন্দু মন্ডল, জনাব ফজলুর রহমান সরদার, জনাব প্রকাশ মন্ডল, জনাব নারায়ন সরকার,জনাব পার্থ কুমার মিস্ত্রী সহ উক্ত আউটলেটের সিনিয়র অফিসার জনাব দেবাংশু মন্ডল, ক্যাশ ইনচার্জ জনাব সুদীপ্ত মিস্ত্রী, পাবলিক রিলেশন অফিসার মিসেস টুম্পা সরদার,অফিস এ্যসিস্ট্যান্ট জনাব মিলন কান্তি মন্ডল,সহ অনেকে।
প্রধান অতিথী শুভেচ্ছা বক্তব্য ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা সহ ইসলামী ব্যাংকের সকল প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত গ্রাহকদের মতামতের উপর নির্ভর করে ব্যাংকিং সেবার সকল কার্যক্রমকে তুলে ধরেন ও উপস্থিত সকলকে ডিজিটাল বাংলাদেশের নাগরিক হিসাবে ব্যাংকিং এর সকল সেবা হাতের মুঠোয় পাওয়ার জন্য ইসলামী ব্যাংকের সাথে থাকার জন্য অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে শুকনা খাবার তুলে দেন।