
সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া উপজেলায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকাল ৫ ঘটিকার সময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষে এ দিবস পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব আবু সাঈদ সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব শাহানওয়াজ হোসেন জোয়ার্দারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী জননেতা জনাব নারায়ণ চন্দ্র চন্দ (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সরদার আবু সালেহ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব জিএম ফারুক হোসেন, প্রচার সম্পাদক জনাব মোল্লা জাহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক সরদার আব্দুল গণি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্লা সোহেল রানা, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জনাব প্রভাষক গোবিন্দ ঘোষ, যুগ্ম আহবায়ক শেখ ইকবাল হোসেন সহ প্রমুখ।