
সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়ন রয়েল স্পোর্টিং মাঠে নির্মাণ হচ্ছে ৬০ হাত লম্বা বাইচের নৌকা। নৌকাটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে শতশত মানুষ। বিশাল এই নৌকাটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৩.৫ লাখ টাকারও বেশি বলে জানিয়েছে আয়োজকরা।
নৌকা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, এক সময় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই ৫নং আটলিয়া ইউনিয়নে চুকনগর অপার ভদ্রা নদীর পাড়ে নতুন করে প্রায় ৩.৫ লাখ টাকা ব্যয়ে বাইচের নৌকা তৈরি করা হচ্ছে। দৈনিক ৪ জন করে কাঠমিস্ত্রি নৌকাটির নির্মাণ কাজে নিয়োজিত রয়েছেন।
৫ নং আটলিয়া ইউনিয়নের চেয়্যারম্যান জনাব হেলাল উদ্দিন বলেন, বাঙ্গালি জাতি ঐতিহ্যগত ভাবে বিখ্যাত। তার মধ্যে নৌকা বাইচ অন্যতম। গ্রাম বাংলার অন্যতম হলো নৌকাবাইচ আর সেই বাইচের অন্যতম হলো বাইচ নৌকা যেটা প্রতিযোগিতায় অন্যতম ভূমিকা পালন করে। চলমান এ নৌকার কাজ শেষ হলে, বাইচের এই নৌকাটা ডুমুরিয়ার একটা নিদর্শন হয়ে থাকবে।