
সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।
বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর খুলনা বিভাগীয় জনসভায় আগমন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বিশেষ প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহবায়ক প্রভাষক জনাব গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এ্যাড. জনাব আশরাফুল আলম রাজু এবং জনাব শেখ ইকবাল হোসেন এর সঞ্চালনায় উক্ত সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন খুলনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি জনাব চৌধুরী মোঃ রায়হান ফরিদ। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ। এছাড়া আরো বক্তব্য প্রদান করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব খান আবুল বাশার ও সাধারণ সম্পাদক জনাব শেখ মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত যুবলীগের আহবায়ক, যুগ্ম আহবায়ক সহ উপজেলা যুবলীগের সম্মানিত নেতৃবৃন্দ।