
সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ১১ নভেম্বর খুলনা বিভাগীয় জনসভায় আগমন উপলক্ষে ডুমুরিয়া উপজেলার ১৩নং গুটুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশেষ প্রস্তুতিমূলক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী আহবায়ক জনাব কাজী আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি জনাব এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জনাব কাজী নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএম সুলতান আহমেদ, মহিলা সম্পাদিকা শীলা রাণী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও ইউপি মেম্বার জনাব সরদার মাসুদ রানা। আরো বক্তব্য প্রদান করেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহবায়ক জনাব প্রভাষক গোবিন্দ ঘোষ। সভায় আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম আহবায়ক জনাব পরিতোষ সরকার।