
সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া উপজেলার ২০ ই অক্টোবর রোজ শুক্রবার ১০নং ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা সার্বজনীন দূর্গা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মহা ষষ্ঠীতে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ- ডুমুরিয়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব নির্মল চন্দ্র বৈরাগী, আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মপ্রাণ ব্যক্তিত্ব শ্রীমতি লক্ষ্মী রানী বৈরাগী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জনাব গোপাল চন্দ্র দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক জনাব প্রভাষক গোবিন্দ ঘোষ, উপজেলা কৃষক লীগের সংগ্রামী সভাপতি জনাব অরিন্দম মল্লিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রীমতি বিভা রাণী বিশ্বাস, কবি জনাব তুষার কান্তি দত্ত সহ সম্মানিত নেতৃবৃন্দ।