
সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) খুলনা জেলার ডুমুরিয়া থানার ৫ নং আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া এলাকায় চোরাইকৃত ভ্যান উদ্ধার সহ চোর সদস্য কে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলেন, মো: সুমন সরদার, গ্রাম-পুটিমারি, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরা।
উদ্ধারকৃত ভ্যান মালিক, পরিতোষ বিশ্বাস জানিয়েছেন, মাদারতলা গ্রামে পল্লী শ্রী বালিকা বিদ্যালয়ের পাশবর্তী রাস্তায় ভ্যান টা রেখে সকালে ভাত খাওয়ার জন্য বাড়িতে যায়। ফিরে এসে তার ভ্যান না থাকায় হতাশ হয়ে সবাই কে বলতে থাকে। মাদারতলা বাজারে পোঁছালে দ্রুত সব জায়গায় খবর ছড়াতে থাকে। এরি মধ্য মুঠোফোনের দ্রুত যোগাযোগের মাধ্যমের চোরের স্থান নির্ধারন করা যায়। চোর ভ্যান রেখে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে এলাকাবাসী। ভ্যান মালিক চোরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতক্ষদর্শী জনাব মিলন কান্তি মন্ডল বলেন, ব্যাক্তিগত কাজে ডুমুরিয়া যাচ্ছিলেন তিনি। মাদারতলা থেকে ফোন পাওয়ায় রাস্তায় দাড়িয়ে থাকেন তিনি ও এক সময় চোর ভ্যান চালিয়ে নিকটস্থ আসলে ভ্যানটাকে থামান। চোর বুঝতে পেরে পালানোর চেষ্টা করে, এমতাবস্থায় তিনি চিৎকার করলে,আশপাশের জন-সাধারন দৌড়ে এসে চোরটাকে ধরে ফেলে। জন-সাধারন হালকা উওম মাধ্যমের পরে চোরকে পুলিশের নিকট হস্তান্তর করে।
এ বিষয়ে ডুমুরিয়া থানার এ এস আই সরদার রমজান আলী জানান, চোরের নামে মামলা দায়ের করা হইছে। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সেটা তদন্ত করা হবে। পরিবর্তে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য ভ্যান চালকদের সচেতন হওয়ার আহব্বান জানান তিনি।