শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

খুলনায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ডুমুরিয়ায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট:

সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।

বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর খুলনা বিভাগীয় জনসভায় আগমন উপলক্ষে ডুমুরিয়া উপজেলার ০৯নং ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশেষ প্রস্তুতিমূলক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব শেখ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব নির্মল কান্তি দেবনাথ এর সঞ্চালনায় উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন খুলনা-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব মোকলেছুর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব জিএম ফারুক হোসেন, প্রচার সম্পাদক জনাব মোল্লা জাহিদুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জনাব বিষ্ণুপ্রসাদ মল্লিক, সদস্য মনিষা মন্ডল। এসময় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শোভা রানী হালদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জনাব প্রভাষক গোবিন্দ ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব খান আবুল বাশার, ইউপি মেম্বার জনাব সিরাজুল ইসলাম সরদার, বিবেকানন্দ বিশ্বাস, প্রশান্ত মল্লিক, হেমায়েত হোসেন হিমু, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান ইয়াকুব আলী শেখ, বকতিয়ার রহমান সহ ইউনিয়ন আওয়ামী লীগের ০৯টি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক প্রমুখ। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা ও সাহস ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত