সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

খুৃলনার ডুমুরিয়ায় হালিমা ক্লিনিক বন্ধের ঘোষনা

আপডেট:

সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া প্রতিনিধি।

খুলনায় ডুমুরিয়া উপজেলার ৫ নং আটলিয়া ইউনিয়নের চুকনগর বাজারে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় হালিমা মেমোরিয়াল ক্লিনিক বন্ধের ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহি অফিসার জনাব শরীফ আসিফ রহমানের নির্দেশনায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ক্লিনিক বন্ধের ঘোষনা করেন। ক্লিনিকের মালিক জনাব কামাল হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহি অফিসার বলেন, কিছুদিন আগে ভূল চিকিৎসার কারনে একজনের মৃত্যু হয়েছিলো। চিকিৎসার জন্য আসার রোগীরা সুচিকিৎসা পাচ্ছে না। ক্লিনিকের পরিবেশটাও ভালো না। সেবার মান অনুন্নত হওয়ায় ক্লিনিক বন্ধের ঘোষনা দিয়েছি। দুর্নীতি ও অনিয়মের উপর আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক) মেডিকেল অফিসার জনাব মোঃ সাব্বির গোলদার বলেছেন, হঠাৎ এরকম পরিদর্শন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যথাযথ ব্যবস্থা প্রদান করলে চিকিৎসার মান উন্নত হবে বলে মনে করছেন বিজ্ঞ মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত