
লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ৩০.১০.২০২৩
আমি ভারতীয়, পাকিস্তানি অবশেষে বাঙলাদেশ আমার ঠিকানা, আমি কবি লেখক আমার কলম সে কথা কভু ভোলে না! আমি বাঙালি আমি মুসলমান, আগে আমি মানুষ তা মনে রাখতে যায় না সন্মান! মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান যত সব ধর্ম, মানবতা মানবতা মানবতা গীতা কুরআন বাইবেলের মুল মর্ম! ভগবান আল্লাহ ঈশ্বর যীশু যত প্রভেদ নাম, সপ্তম আকাশে যিনি আছেন বসে, তিনি একজন ই, যিনি গ্রহ-নক্ষত্র উপগ্রহ সব ঘোরান! “পৃথিবী” পিপড়ার চেয়ে ক্ষুদ্রাতিক্ষুদ্র তার বৃহৎ সৃষ্টির কাছে! মানুষ, সেতো আরো মাইক্রোসকোপিক অণু-পরমাণুর সম ঘোরে তার পাছে! আঠারো হাজার মখলুকাতের ভিতর মানুষ কে বলেছেন তিনি শ্রেষ্ঠ! হানাহানি মারামারি নির্দয় ভন্ডামি স্বার্থে কুকুর বিড়াল থেকে মানুষ নিকৃষ্ট! ধর্মধ্বজী ভন্ড মানুষ আসলে লক্ষ্য তার অর্থ-বিত্ত ক্ষমতা লোভ! আল্লাহ ভগবান ছেড়ে “বাইডেন” ভগবান কারন আল্লাহর উপর ক্ষমতা না পাওয়ার ক্ষোভ!
প্রিয় পাঠক, আমি ভন্ডের শাহনামা কাব্য রচনা করতে বসি নাই! শাহনামা মহাকাব্য পারস্য কবি (ইরানি কবি)
ফেরদৌসী রচনা করেছিলেন ৩০ বছর বসে! বিশ্বের পুরাতন ও সবচেয়ে বড় মহাকাব্য হচ্ছে “মহাভারত” যা রচনা কাল ৪০০ খৃঃ পূর্ব এবং লক্ষাধিক শ্লোক রচনা করেছিলেন সংস্কৃতি ভাষায় “বেদব্যাস”। এমনি আরো মহাকাব্য রচিত হয়েছে সাধনায় যেমন রামায়ন, The lliad, Odyssey ইত্যাদি। এখন “মহা অলস মানুষ” লেখাপড়া সব চেয়ে বোঝা মনে করে, একটা কবিতা না পড়ে “কপি & পেস্ট” কমেন্ট করে দায় সারে! আমার পোস্টের উপরে কার পোস্ট জানে না, আহাম্মক রা সাহিত্য জগত দখল নিয়েছে!
প্রিয় পাঠক, সূদুর ল্যাটিন আমেরিকার এক দেশের খৃষ্টান প্রেসিডেন্ট — সিলভা বলেছেন, “খবরদার ফিলিস্তিন হামসকে সন্ত্রাসী সংগঠন বলবেন না যতক্ষণ কোন আদালত বা নিরাপত্তা পরিষদের আইন কানুনের আওতার বাইরে বলে ” সন্ত্রাসী ” বলে!” কি বুঝলেন, তাদের তো কাফের কাফের বলে ফেনা তোলেন! ভারতে প্রায় দশ লক্ষ লোকের মিছিল হয়েছে হামাসের পক্ষে যারা আপনাদের চোখে বড় “কাফের”!
অথচ বাঙলাদেশের বিএনপি রাজনৈতিক দল কে
কানাডা মার্কিন আদালত সন্ত্রাসী দল আখ্যা দিয়ে কারো কারো রাজনৈতিক আশ্রয় আবেদন নাকচ করেছে! ব্রাজিলের রাষ্ট্রপ্রধান সিলভা বলেছেন,” নেতানিয়াহু, Go back from G A Z A, dont kill any kids and women.
“ইলেনমাস্ক ” বলেছেন, যত মিলিয়ন বিলিয়ন ডলার খরচ হোক আমি ফিলিস্তিনের আকাশ যোগাযোগ (ইন্টারনেট, সেটলাইট নেট —) সব পকেটের পয়সায় ঠিক করে দোব এখনই! ইসরায়েলের সাথে তার কোটি কোটি ডলারের ব্যবসা। নেতানিয়াহু বন্ধ করার হুমকি দিয়েছে ইলেনমাস্কের স্টারলিংক। ইলেনমাস্ক বলেছেন,
“I am the last man who is not going to care my business with ইসরায়েল! ”
পাঠক, বাঙলাদেশের ক্ষমতায় আসবেন অথচ “ইসরায়েলের পা টিপবেন আবার মুসলমান মুসলমান ভন্ডামি করবেন, মুসলমান হোলসেল লাইসেন্স ধারী বিএনপি জামাত হেফাজত ইসলাম কেউ ইসরায়েল বিরুদ্ধে না, বরং তারা ফিলিস্তিন হামাস লেবানন হিজবুল্লাহ কে বাঘের বাচ্চা না বলে “সন্ত্রাসী” বলে! চুপ থাকা ইসলামের ভন্ড, বাঙলাদেশের স্বাধীনতায় অবিশ্বাসীদের মুসলমানের দেশ, বাঙালির দেশে ক্ষমতায় আসার অধিকার আছে কি? ফখরুল তারেক রেজভি গং এবং তাদের দল সমর্থক রা “তাদের ভাষায় কাফের ইলেনমাস্ক, ব্রাজিল রাস্ট্র পতি “সিলভা” স্যারদের পদতলে জায়গা হওয়া উচিত! কারন তারা প্রকাশ্য ধমক দিয়েছেন ইসরায়েল কে! আপনারা মুসলমান নামের “কলঙ্ক” আজও ইসরায়েল কে নিন্দা জানাতে পারেন না! বাংলাদেশের ক্ষমতায় এসে কি করবেন, মুসলিম বিশ্বের ৫৭ দেশ বাংলাদেশের বিরোধী দল জামায়ত বিএনপি হেফাজত কে ঘৃণা করা শুরু করেছে! ভারতে দশ লক্ষ লোকের মিছিল ছিলো হিন্দু মুসলিম মিলে!
ভালো থাকেন, ধর্মের ধোঁকাবাজ এসময় চিনে নেন, মানবতার জন্য ফিলিস্তিন কে সমর্থন করুন, বয়কট করুন ধর্ম লেবাসি ভিতরে ফিলিস্তিন হত্যায় মনে মনে হাসি!
ব্রাজিল প্রেসিডেন্ট।