মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

গরম

আপডেট:

লেখক:রাসেল মাহমুদ
নিয়ামতপুর নওগাঁ।
ডানে গরম
বামে গরম
গরম দেখি সবখানে,
জ্যামে গরম
ফ্যানে গরম
বুঝিনা গরমের মানে|
হাটে গরম দ্রব্য মুল্য
মাঠে গরম রোদে
গিন্নির গরম চরমে,
হাড়ি গরম
গাড়ি গরম
কর্তা বুঝে গরম মরমে|
মাথা গরম
কথা গরম
গিন্নি গরম রান্নাঘরে,
হাত গরম
ব্যাগ গরম
কর্তা গরম, গেলে বাজারে|
তেল গরম
জল গরম
কড়াই গরম আগুনে,
দেহ গরম
মাথা গরম
যৌবন গরম ফাগুনে|
চিনি গরম
চায়ে গরম
গরম পুরো সকাল বেলা,
মাঠে গরম
ঘাঠে গরম
কৃষক বুঝেন গরমের ঠেলা।
গিন্নি গরম
কর্তা গরম
তারা গরম, সংসারে ঘানি টেনে,
জোট গরম
দল গরম
সরকার গরম বিরোধীদের শর্ত মেনে।
নিত্য গরম
চিত্ত গরম
সূর্য্যি মামার কারনে,
বায়ু গরম
রাত্রি গরম
হয়না শীতল কারো বারনে।
হাড়ি গরম
খুন্তি গরম
নতুন বউ গরম রান্না ঘরে,
ভাত গরম
ডাল গরম
কর্তা খাবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত