সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

গাঁজাসহ ২ মাদক কারবারি আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা

আপডেট:

মিরসরাই প্রতিনিধি।।।

মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা হাইওয়ে পুলিশ। রোববার (২৫ জুন) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে মাদকের চালান আটক করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

 

গ্রেফতারকৃতরা হলো মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার জহর লাল দাশের পুত্র পলাশ চন্দ্র দাশ (২৭) ও একই ইউনিয়নের পূর্ব দুর্গাপুর এলাকার মোঃ সেলিমের পুত্র মোঃ সাইদ (২৯)।

বিজ্ঞাপন

 

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সোহেল সরকার বলেন, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার ফোর্স নিয়ে সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১২-২৫৮২) অভিযান চালিয়ে ১টি ব্স্তায় তল্লাশী করিয়া ৮ টি প্যাকেটে (দুই) কেজি করে ১৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লক্ষ আটাশ হাজার টাকা।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের শেষে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত