
মীরসরাই প্রতিনিধি:
মীরসরাই উপজেলার চট্টগ্রাম উত্তর বন বিভাগের কতৃক ৮ কোটি টাকার ভূমি উন্নয়ন কর প্রদান করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার এঁর পক্ষে অত্র বিভাগের অধিক্ষেত্রাধীন বিভিন্ন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাগন ৩০ আগষ্ট (বুধবার) সকাল ১০টায় সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের কাছে ৮,২৭,২১,৫০০ টাকা (আট কোটি সাতাশ লক্ষ একুশ হাজার পাঁচশত টাকা) ভূমি উন্নয়ন কর প্রদান করেন।
করেরহাট,মীরসরাই,অলিনগর,বারৈয়ারঢালা(আংশিক) এই ৪ টি রেঞ্জের আওতায় প্রায় বিভিন্ন মৌজায় ২০২৩-২০২৪ অর্থবছরে এই কর প্রদান করা হয়েছে।।
এই সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক উত্তর বন বিভাগ মোহাম্মদ হারুন অর রশীদ, মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ এবং করেরহাট রেঞ্জ কর্মকর্তা জসীম উদ্দীন এলাহী উপস্থিত থেকে এ চেক হস্তান্তর করেন ।