
মুহাম্মদ আরফাত হোসেন- চন্দনাইশ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম- ১৪ আসনে নৌকার প্রার্থীর সমর্থনে দক্ষিণ জেলা আ’লীগ নেতা ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দীন আহমদ আসিফের নেতৃত্বে কর্মী সমাবেশ উপজেলার কাঞ্চন বাড়িতে অনুষ্ঠিত হয়। ১৩ অক্টোবর সকালে যুবলীগ নেতা মোরশেদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক, বিশেষ পিপি এড. নজরুল ইসলাম সেন্টু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আবদুল শুক্কুর, এড. আবু ছালেহ, আ’লীগ নেতা সুনীল কান্তি বড়ুয়া, মনজুর কামাল চৌধুরী, সাইফুদ্দিন, মুরিদুল আলম মুরাদ, খোরশেদ উদ্দীন আহমদ, শফি উল্লাহ, মাইনুল হক, যুবলীগ নেতা নাজিম উদ্দীন, সফিউল আচস চৌধুরী, মাইনুর রহমান আসিফ, মফিজুর রহমান, মো. ইউসুফ, আবদুল জলিল, দেলোয়ার হোসেন, সাইফুদ্দিন, এড. শাহ মোজাম্মেল রুবেল, মেম্বার সেলিম উদ্দীন, জাফর আহমদ, আহমদ নবী, সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক যেই পাবে তাকে সঙ্গে নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ করে দিতে হবে। অন্যথায় এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটবে।