
চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার যুবক প্রবাসী মো. জাহেদ (৩০) ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ৯ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায়, বৈলতলী মুক্তিযোদ্ধা আবদুল বারেকের ছেলে বিদেশে গিয়ে বিগত তিন মাস পূর্বে দেশে ফিরে আসে। বিদেশ থেকে এসে এক মাসের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিদেশে তার মালিকের নিকট অনেক টাকা আটকে যায়। এদিকে বিদেশ যাওয়ার সময় ধার নেয়া টাকা পরিশোধ করতে না পেরে অতি কষ্টে ছিলেন জাহেদ। গতকাল সোমবার ভোরে ঘুম থেকে উঠার পর তার স্ত্রী নাস্তা তৈরি করতে গেলে ঘরে দরজা বন্ধ করে দেয় জাহেদ। পরে ঘরের বিমের সাথে ওড়না দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় খরব দিলে বেলা ১১টার সময় পুলিশ জাহেদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম। বাদে আসর স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে জাহেদের লাশ তাদের পারিবারিক খবর স্থানে দাফন করা হয়।