
চন্দনাইশ প্রতিনিধি: পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.) বলেছেন, সন্তান কুপথ থেকে ফিরে আসলে যেভাবে মা-বাবা অশেষ খুশি হন, তেমনি তাওবা করলে আল্লাহ পাক অশেষ খুশি হন। অসৎ পথ থেকে গুনাহগার মানুষকে আল্লাহ ও রাসুলের (দ.) পথে ফিরিয়ে আনতে পবিত্র কুরআনে নির্দেশনা দিয়েছে। হুজুর কিবলা আরো বলেন, তাওবার মাধ্যমে আল্লাহ ও রাসুলকে রাজি রাখতে এবং তাকওয়া ভিত্তিক পরিশুদ্ধ জীবনের জন্য বায়আত করানো হয়েছে। গত ৮ অক্টোবর বাদে মাগরিব চন্দনাইশ পৌরসভার হাজির পাড়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। বাস্তবায়ন কমিটির সভাপতি ফৌজুল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান মেহমান ছিলেন পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাসেম, মুহাম্মদ শামসুদ্দীন, দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির সভাপতি মুহাম্মদ কমর উদ্দীন সবুর, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, সাবেক পৌর মেয়র মো. আয়ুব কুতুবী, সৈয়দ আমান উল্লাহ আমান সমরকন্দী, মাদ্রাসা কমিটির সভাপতি মোরশেদুল আলম, ফৌজুল করিম, আহমদ কবির, আয়নুল কবির, শাহাবুদ্দীন, মাও. ফেরদৌসুল আলম আল-কাদেরী, মাও. সোহালউদ্দীন আনসারী, মাও. আবু ইউসুফ, অধ্যাপক নুরুল হাসান, মারুফ রেজা, শহিদুল আলম, সামিন ইলহাম, হাসান মো. মঈনুদ্দীন, তৈয়বুর রহমান রাসেল, পারভেজ উদ্দীন, আবদুর সবুর অপু, আরফাত রহমান, বাদশা মিয়া মেম্বার প্রমুখ।