সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

চন্দনাইশে দূর্গা পূজায় মফিজুর রহমানের উপহার সামগ্রী বিতরণ

আপডেট:

মুহাম্মদ আরফাত হোসেন: আসন্ন দূর্গা পূজা উপলক্ষে উপজেলার দোহাজারী পৌরসভার সনাতনী সম্পাদায়ের পূজারীদের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। নিজস্ব অর্থায়নে ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। ১৪ অক্টোবর (শনিবার) বিকালে দোহাজারী পৌরসভা কার্যালয় চত্বরে দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের সার্বিক সহযোগিতায় অমিতাভ চৌধুরী টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দোহাজারী আ’লীগের সভাপতি আবদুর শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দিন খাঁন মুরাদ, পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিষ্ণু যশা চক্রবর্তী, সদস্য সচিব কৃষ্ণ চক্রবর্তী। সেচ্ছাসেবক লীগ নেতা প্রবীণ দাশ সুমনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, যুবলীগ নেতা, সিরাজুল ইসলাম চৌধুরী, মফিজুর রহমান বাহাদুর, জাহাঙ্গীর আলম, সত্যপদ তালুকদার বাবলা, রুপক কান্তি ঘোষ, সাংবাদিক সৈকত দাশ ইমন, দুলাল দেবনাথ, বাসুদেব, দিলীপ নাথ, রনি দে, ভবতোষ শীল, রতন সুশীল প্রমুখ। প্রধান অতিথি মফিজুর রহমান বলেছেন, এই পূজায় সমস্ত ষড়যন্ত্র কে কঠোর হাতে প্রতিহত করা হবে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুক্তিযোদ্ধার বিপক্ষে শক্তি মাতা ছাড়া দিয়ে উঠেছে। তারা এই শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। তাই সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত