সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

চন্দনাইশে নবাগত সহকারী কমিশনার (ভুমি) ডিপ্লোমেসি চাকমা

আপডেট:

 

মুহাম্মদ আরফাত হোসেন- চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেছেন ডিপ্লোমেসি চাকমা। গত ৩১ আগস্ট তিনি যোগদান করে তার দাপ্তরিক কাজ শুরু করেন। বিকালে চন্দনাইশ অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়। বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী কর্মকর্তা মাহমুদা বেগম, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। নবাগত সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করে ৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ২০১৯ সালের ৭ এপ্রিল পটুয়াখালীতে যোগদান করেন। পরবর্তীতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত থাকাকালীন গত ৩১ আগস্ট চন্দনাইশে সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত