মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

চন্দনাইশে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

আপডেট:

মুহাম্মদ আরফাত হোসেন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- ২৩, বালক (অনুর্ধ- ১৭) উদ্বোধনী খেলায় বরমা ইউনিয়ন ফুটবল একাদশ, জোয়ারা ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। ১৪ জুন বিকালে গাছবাড়িয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- ২৩, বালক (অনুর্ধ- ১৭) খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর জাফর সানজিদা আক্তার পপিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। ১৫ জুন ধোপাছড়ি ইউনিয়ন ফুটবল একাদশ- সাতবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ, চন্দনাইশ পৌরসভা ফুটবল একাদশ, বরকল ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ১৭ জুন কাঞ্চনাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ- হাশিমপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও দোহাজারী পৌরসভা ফুটবল একাদশ – বৈলতলী ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। তাছাড়া ১৮ জুন কোয়ার্টার ফাইনাল, ১৯ জুন সেমি ফাইনাল, ২১ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত