মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

চন্দনাইশে বন্যার্তদের পাশে সাতবাড়িয়ার নুরুল হক

আপডেট:

মুহাম্মদ আরফাত হোসেন: চন্দনাইশে সম্প্রতি বন্যায় উপজেলার সাতবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন হাজী সাহেব মিয়া ও চম্পা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নুরুল হক। ১ সেপ্টেম্বর বিকালে ফলিয়া পাড়া নিজ বাড়িতে ২ হাজার পরিবারের মাঝে চাউল, তেল, আলু, পিঁয়াজ, ডালের প্যাকেট বিতরণ করা হয়। মো. নুরুল হকের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহাজাদা মাওলানা মুফতি ছৈয়দ মো. আশেকুর রহমান হাফেজনগরী। বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ এড. নাসির উদ্দীন, এড. মোজাম্মেল হক ফারুকী, এড. আখতারুজ্জামান, এড. শহিদুল ইসলাম, ব্যাংকার আবদুর রহমান, মো. শফিকুল ইসলাম, নিয়াজুর রহমান, মো. শহিদুল ইসলাম, মাহমুদ হোসেন, সেলিম উদ্দীন, নেজাম উদ্দীন, মো. ইলিয়াছ, সামশুল আলম, ডা. আবদুল আলী প্রমুখ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল হক বলেন, বন্যা কবলিত এলাকায় তাৎক্ষণিক রান্না খাবার, শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই বিতরণের পাশাপাশি এই ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত