মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

চাকুরি দেওয়ার কথা বলে ৪ লক্ষ টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট:

মোঃ ইসমাইল হোসেন সজীব
চাটখিল নোয়াখালীঃ

চাকুরি দেওয়ার কথা বলে প্রায় ৪ লক্ষ টাকা প্রতারণা করে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১ টায় ভুক্তভোগী মাহবুব আলম ও তার বাবা আবু সিদ্দিক চাটখিল উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে মাহবুব আলম অভিযোগ করেন, তার প্রতিপক্ষ চাটখিল পৌরসভার ২ নং ওয়ার্ড সুন্দর পুর তারাখার বাড়ির অধিবাসী আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান জাহাঙ্গীর আমার এলাকার জামাই হিসেবে পুর্ব পরিচিত হওয়ায় প্রায় দেড় বছর আগে আমাকে চাকুরি দিবে বলে আমার বাবার কাছ থেকে প্রায় ৪ লক্ষ টাকা প্রতারণা করে নেয়,দীর্ঘ দিন যাবত বিভিন্নভাবে চেষ্টা করে ও তার কাছ থেকে আমার বাবা টাকা গুলা উদ্ধার করতে পারেনি,এর মধ্যে একবার টাকা দেওয়ার নামে ভুয়া চেক প্রদান করে আরো একটি প্রতারণা করেছে এই প্রতারক হাবিবুর রহমান।

লক্ষীপুর, রামগঞ্জ উপজেলার ভাটিয়াল পুর গ্রামের ভুক্তভোগী মাহবুব আলম সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তার টাকা ফেরত এবং প্রতারণার শাস্তি প্রদান করার জোর দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত