শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

চাটখিলে কৃষকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট:

“কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” স্লোগানে বাংলাদেশ কৃষকলীগ চাটখিল উপজেলা শাখার পরিচিতি সভা ২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।


১৭ জুন শনিবার সকাল ১০ টায় জেলা পরিষদ মিলনায়তনে চাটখিল উপজেলা কৃষকলীগের সভাপতি হেলাল উদ্দিন ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন,চাটখিল-সোনাইমুড়ি-১ আসনের সংসদ সদস্য,রেল ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এইচ. এম. ইব্রাহিম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন,বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি,একটিভ গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল ভিপি,নোয়াখালী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমাস খান,মেয়র চাটখিল পৌরসভা নিজাম উদ্দিন ভিপি,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন,৭ নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম বাকী বিল্লাহ,উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু,পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজি শাহীন,উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট গোফরান মিয়া প্রমুখ।

উপস্থিত ছিলেন সাবেক চাটখিল উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং কৃষকলীগের সকল নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত