
মোঃ ইসমাইল হোসেন সজীব
চাটখিল নোয়াখালীঃ
নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) সংসদীয় আসনে শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কা প্রতীকে ভোট চেয়ে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি বাজারে লিফলেট বিতরণ ও গনসংযোগ করছেন,দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ড.মোহাম্মদ ফারুক,লিফলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজের চিত্র তুলে ধরা হয়।
রবিবার (২৩ জুলাই) বিকেলে ড.মোহাম্মদ ফারুক তাঁর নিজ এলাকায় গনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচরণা শুরু করেন,এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মানিক,চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ দুলাল,ক্যাপ্টেন চিশতী প্রমুখ।
গণসংযোগ কালে ডঃ মোহাম্মদ ফারুক বাজারের বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ী ও বাজারে আগত জন সাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া কামনা করেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।