মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩

চার দিন আগে শিশুকে মারধর, হাসপাতাল থেকে বাড়ী ফেরে মৃত্যু

আপডেট:

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দহতপুর গ্রামে এক শিশুকে মারপিটের ঘটনার চার দিন পরে হাসপাতাল থেকে বাড়ীর ফেরে মৃত্যু হয়েছে। শিশুটির পরিবার দাবি, সেদিনের মাপিটের ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। এঘটনায় মেয়ে হত্যার বিচারও চান শিশুটির পরিবার। রবিবার বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশু-দহতপুর গ্রামের বিমল মাহাতোর মেয়ে শ্রাবন্তী মাহাতো (৮)। শিশুর বাবা বিমল মাহাতো বলেন, গত বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালের দিকে বাড়ীর পাশে জমিতে প্রতিবেশী শটিক মাহাতোর ছেলে দ্বীপ (১২) ও আমার মেয়ে শ্রাবন্তী ((৮) মাছ ধরার সময় দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয় এবং আমার মেয়েকে ধাক্কাধাক্কি করে। কিছুক্ষণ পরে আমার মেয়ে বাড়ী ফিরে এসে আমাকে ঘটনাটি জানালে আমি গিয়ে দ্বীপকে কঞ্চি দিয়ে তার পায়ে দুইটা বারি দিয়ে ওকে শাসন করে চলে আসি।এরই জের ধরে ওর বাবা শটিক মাহাতো তার পরিবারের লোকজন নিয়ে আমার বাড়ীতে এসে আমার মেয়েকে মারপিট করে এবং আমাদের গালিগালাজ করে চলে যায়। তাদের মারপিটের কিছুক্ষণ পরে আমার মেয়ে ব্যাথা অনুভব করে তখন মেয়েকে নিয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে তিন দিন চিকিৎসা শেষে আজকে বাড়ী ফেরে আমার মেয়ের মৃত্যু হয়। আমি এই হত্যাকান্ডের বিচার দাবি করছি। এদিকে মারপিটের অভিযোগ অস্বীকার করে শটিক মাহাতো বলেন, আমাদের বিরুদ্ধে যেই অভিযোগ করেছেন সেটি মিথ্যা। ওই দিন আমার ছেলেকে মারপিটের ঘটনায় তাদের বাড়ীতে বলতে গেলে উল্টা আমাকে বিমল মাহাতো কোদাল তুলে মারতে আসে। আমি ওই শিশুকে মারপিট করিনি।পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.হাবিবুর রহমান বলেন, এঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীণ আছে।

বিজ্ঞাপন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত