
রনিকা বসু (মাধুরী)
স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন সোমবার (২১ আগস্ট) বেলা ১১টায় চিতলমারী উপজেলা পরিষদ অডিটরিয়ম ভবণে কর্মরত সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও সুধী সমাজের সাথে এক মতবিনিময় সভা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদবতী মিস্ত্রী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মো: মামুন হাসান, উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: সোহরাব হোসেন, চিতলমারী প্রেসকাবের সভাপতি মুন্সী দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মেরাজুল খান প্রমূখ। বাগেরহাট জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন তার বক্তব্যে চিতলমারী উপজেলার সর্বস্তরের জনসাধারণের পাশে থেকে চিতলমারীর উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন।