সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

চিতলমারীতে শারদীয় দুর্গা পুজায় জেলা প্রশাসকের মত বিনিময় সভা

আপডেট:

রনিকা বসু( মাধুরী)

স্টাফ রিপোর্টার

বিজ্ঞাপন

শারদীয় দুর্গাপুজা ২০২৩ উদযাপন উপলে এক প্রস্তুতিমূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চিতলমারীতে ১৫৩টি পূজা মন্দিরের সভাপতি/সম্পাদক সহ এলাকার শিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, গুণীজনদের নিয়ে এ মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। আগত শারদীয় দুর্গা পুজায় আইন শৃংখলাকে সঠিক রাখতে এ প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার আবুল হাসনাত খান। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো: আসমত হোসেন এর সভাপতিত্বে এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, ওসি তদন্ত মো: তরিকুল ইসলাম, কালিদাস বড়াল মহা বিদ্যালয়ের অধ্য স্বপন কুমার, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মো: মাসুদ সরদার, কলাতলা ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু সাহিন, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত