
রনিকা বসু (মাধুরী)
স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের চিতলমারীতে ১৫ দিন ব্যাপী উপজেলা পর্যায়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি গত ৬ জুন চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের কক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা এবং অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় উপজেলা তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা পরিষদ। আরো উপস্থিত ছিলেন, মোঃ আসাদুজ্জামান উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্মকর্তা, তাপস কুমান খাঁন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়,সহকারী শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, বায়েজিদ হাসান প্রান্ত ট্রেইনার অত্র প্রশিক্ষণ, চিতলমারীর বিভিন্ন এলাকা থেকে আগত প্রশিক্ষণে অংশ গ্রহণ কারীগণ,মুন্সি দেলোয়ার,সভাপতি চিতলমারী প্রেসক্লাব ও সাংবাদিক সাজ্জাদ সহ আরো অনেকে।